মে দিবসে বসুন্ধরা শুভসংঘ গলাচিপা শাখার উদ্যোগে খিচুড়ি বিতরণ
মহান মে দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ গলাচিপা শাখার উদ্যোগে শ্রমিকদের মধ্যে খিচু বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে এগারোটায় গলাচিপা লঞ্চঘাট ও পৌরসভার নৌ ল্যান্ডিং ঘাটে ৪০ জন শ্রমিকদের মধ্যে খিচুড়ি বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘের পটুয়াখালী জেলা সমন্বয়কারী সাইমুন রহমান এলিট, গলাচিপা উপজেলা শাখার সভাপতি সবুজ কুমার পাল, সাধারণ সম্পাদক রেদওয়ান করিম তালাল, সহসভাপতি লুৎফর রহমান আওলাদ, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান, সহসংগঠনিক সম্পাদক জিৎ পাল, সদস্য সাদিক মাহামুদ, হাসানসহ প্রমুখ।