মে দিবসে কাফরুলে শ্রমজীবী মানুষদের মাঝে বসুন্ধরা শুভসংঘের দুপুরের খাবার বিতরন
তীব্র গরমে অতিষ্ট জনজীবন তবুও থেমে নেই শ্রমজীবী মানুষের কর্মতৎপরতা। মহান মে দিবসে বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার আয়োজনে মিরপুর–১৪ নম্বর এলাকার ৫০জন রিক্সাচালকদের মাঝে দুপুরের খাবার, পানি ও স্যালাইন বিতরন করা হয়। তীব্র রোদে দুপুরের খাবার, পানি ও স্যালাইন পেয়ে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খাবার ও পানি পেয়ে রিকশাচালকরা জানায়, ‘গরমের মধ্যে মানুষ খুব একটা বাইরে বের হয়না তাই আয় রোজগার কম।তীব্র গরমে পানি ও খাবার পেয়ে তারা কৃতজ্ঞ।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য মেহেদী হাসান রাব্বি, চয়ন দেবনাথ, ওয়ালী খান ইউসুফযাই।