বসুন্ধরা শুভসংঘ এর খাদ্য সহায়তা পেলেন পত্রিকা বিক্রেতা

 

এক সময় সকালে বাসার কলিং বেল চেপে ঘুম ভাংগাতো শহরের পত্রিকা বিক্রেতা।যিনি হকার নামে বেশী পরিচিত আমাদের কাছে।দেশ বিদেশের নানান খবরে ভরা সংবাদ নিয়ে হাজির হন তিনি।ভোর বেলায় অপেক্ষায় থাকতাম কখন আসবে আজকের পত্রিকা।কিন্তু কালের বিবর্তনে পত্রিকা এখন অনলাইনে, মানুষের হাতে হাতে সকলের মুঠো ফোনে।প্রযুক্তির উন্নয়নের কারনে হকার ব্যাবসা নেই বললেই চলে।অত্যান্ত শোচনীয় ভাবে দিনযাপন করছে এখনকার সময়ের হকারেরা।

বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে আজ গোপালগঞ্জ শহরের ঘোষের চর উত্তর পাড়া এলাকার রবিউল ইসলাম (৪৫) নামের এক হকার কে দেওয়া হল খাদ্য সহায়তা। আজ( ১০/৫/২৪) শুক্রবার সকাল ১০:৩০ মি সময়ে তার নিজ বাড়ির সামনে থেকে তাকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

৩ কন্যা ও স্বামী স্ত্রী তারা ২ জন সহ মোট ৫ জনের পরিবার তাদের।থাকেন ভাড়া বাসায়।বড় মেয়ে একাদশ শ্রেনী,মেজ মেয়ে ৫ম শ্রেনী ও ছোট মেয়ে ২য় শ্রেনীতে পড়াশুনা করছে।উপার্জন ক্ষম ব্যাক্তি একা হওয়ার দরুন পড়েছেন চরম বিপাকে।

প্রতিদিন পেপার পত্রিকা বেচাবিক্রি কইরে লাভ হয় ২৮০-৩০০ টাকা জানায় হকার রবিউল ইসলাম। তিনি আরো বলেন,”এখন আগের মত কেউ পেপার নেয় না,তাই মালিকেও কম আনে আর ব্যাচা বিক্রিও কম।অভাবের মধ্য বসুন্ধরা শুভসংঘ আমারে যা দিল আমি কৃতজ্ঞ তার জন্য,এতে আমার এক সপ্তাহ সংসার খরচ বাইচে যাবে।”

খাদ্য সহায়তা প্রদানকালে বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস বলেন,”হকার রবিউল একজন সৎ ও কর্মঠ হকার।সমাজের এই সকল ব্যাক্তিদের সহায়তা প্রদান করতে পেরে আমরা বসুন্ধরা শুভসংঘ আনন্দিত।”

এসময়ে আরো উপস্থিত ছিলেন  বসুন্ধরা শুভসংঘ-বশেমুরবিপ্রবি শাখার সভাপতি আশিকুর রহমান, গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তুর্জ রহমান,পাঠাগার সম্পাদক মুজাহিদুল ইসলাম সাব্বির,বশেমুরবিপ্রবি শাখার সহ সাংগঠনিক সম্পাদক সাইম,সহ দপ্তর সম্পাদক হুমায়ুন আহমেদ পলক সহ অনেকে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *