খাদ্য সামগ্রী বিতরণ করল বসুন্ধরা শুভসংঘ

 

পঞ্চাশোর্ধ হামিদা ধামরাইয়ের কালামপুরে বসবাস করেন। পরিবার পরিজন বলতে নেই কেউ। পচিশ বছর আগে স্বামীকে হারিয়ে এক মেয়ে নিয়ে জীবন যাপন করেন। অন্যদিকে ষাটোর্ধ রোকেয়া বসবাস করেন। বাড়ি বাড়ি কাজ করে যা পায় তা দিয়েই দিন চলে তার।  তার অসহায় জীবনের পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ ধামরাই উপজেলা শাখার বন্ধুরা। 

আজ বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৪.৩০ টায় বসুন্ধরা শুভসংঘ ধামরাই উপজেলা শাখার বন্ধুরা হামিদা ও রোকেয়ার হাতে খাদ্য সহায়তা তুলে দেন। খাদ্য সহায়তা সামগ্রীতে ছিল চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, লবন ও ছোলা। 

খাদ্য সামগ্রী পেয়ে হামিদা বলেন, আমার ভাই দুনিয়াতে কেউ নাই দেখার, কি খাই না খাই কেউ জিগানের নাই, তোমরা আমারে বাজার কইরা দিলা আমি অনেক খুশি হইছি। আল্লাহ তোমাদের ভালো করুক।

এসময় উপস্তিত ছিল বসুন্ধরা শুভসংঘ ধামরাই উপজেলা শাখার বন্ধু মিঠুন সূত্রধর, রাকিবুল হাসান সিয়াম, দিপু ইসলাম, ওয়াসিম আকরাম, অপু ঘোষ, আব্দুর রহিম, আমিনুর ইসলাম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *