রাজধানীতে শ্রমজীবীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাবার, পানি ও স্যালাইন বিতরণ
তীব্র দাবদাহে বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। কারণ তীব্র রোদ উপেক্ষা করে জীবিকার তাগিদে তাদের কষ্ট করে কাজ করতে হচ্ছে। এসব নিম্ন আয়ের শ্রমজীবীদের কথা চিন্তা করে তাদের ক্লান্তি ও ক্ষুদা দূর করতে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ।
আজ শনিবার (৪ মে) দুপুর ২টায় রাজধানীর মিরপুরের বাংলা কলেজ এলাকায় ৩০ জন খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে বিস্কুট, কলা, খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন বসুন্ধরা শুভসংঘ সরকারি বাংলা কলেজ শাখার সদস্যরা।
এ সময় বসুন্ধরা শুভসংঘ সরকারি বাংলা কলেজ শাখার সভাপতি শশী, সহ সভাপতি সাজু, সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান রোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মাঈশা, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস, দপ্তর মো: ইমরান, সাধারণ সদস্য মাহি প্রমুখ।
খাবার পেয়ে রিকশাচালক হাশেম আলী বলেন, ‘আমগোর লাইগা কোনো মানুষ খাবার আর পানি লইয়া আইবো জীবনে ভাবি নাই। এই রোদ্দুরের মধ্যি পানি আর সিলাইন খুব কাজে আইবো।‘