জলবায়ু পরিবর্তন সচেতনতায় বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ সোমবার (১৩ মে) দুপুরে উপজেলার তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সভাপতি আবু সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানটি আয়োজিত হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিক কামরুন্নাহার জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনা করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় বৃক্ষরোপনের জন্য শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাফিউন হাসান মুবীন, সাংগঠনিক সম্পাদক উম্মেল কাউসার তুষার, সদস্য সেতু, জান্নাত ও তুলশী প্রমুখ।