শুভ সংঘের ‘নগরের উষ্ণতম দিনে’ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রীষ্মের দাবদাহে যখন মন-প্রাণ ক্লান্ত, তখন জাবির ৭০০ একর জারুল, কৃষ্ণচূড়া, সোনালু আর ক্যাসিয়া রেনিজেরার অপার সৌন্দর্যে মনকে জাগিয়ে তুলতে অনুষ্ঠিত হলো ‘নগরের উষ্ণতম দিনে’ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বসুন্ধরা শুভ সংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় -এর উদ্যোগে গত ১৬ই মে (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরে অনুষ্ঠিত হয়েছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি।
প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিশে গান, নাচ,কবিতা আবৃত্তির মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও দর্শকদের মনকে ছুঁয়েছে বলে মনে করছেন আয়োজকরা।এই অনুষ্ঠানটি জাবির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
‘নগরের উঞ্চতম দিনে’ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্ররে পরিচালক অধ্যাপক আহমেদ রেজা।
এ সময় তিনি বলেন, ‘গ্রীষ্মের এই দাবদাহে যখন মন-প্রাণ ক্লান্ত,তখন এই ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান মনকে জাগিয়ে তুলতে সাহায্য করে। মানুষের হাত লাগলে প্রকৃতি আরো সুন্দর হয়। সেটা দেখিয়েছে বসুন্ধরা শুভ সংঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বরকে এতো সুন্দর করে সাজিয়েছে ওরা। এই অনুষ্ঠান দেখে মনে হলো এটা শুধু বিনোদনই নয়, বরং জাবির সৃজনশীল শিক্ষার্থীদের প্রতিভা।’