পরিবেশের ভারসাম্য রক্ষায় বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটির পরিচিতি সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ মে) সকালে জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় শাখা কমিটির পরিচিতি সভা আয়োজিত হয়।
সভায় পরিচিতির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে আলোচনা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় সভা শেষে নতুন কমিটির সদস্যরা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এ সময় সংগঠনটির সকল সদস্য নিজ নিজ বাড়িতে বৃক্ষরোপণে অঙ্গীকারবদ্ধ হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল হোসেন, সুভাষ রুদ্রপাল, বসুন্ধরা শুভসংঘ জুড়ী উপজেলা শাখার সহ সভাপতি কাজী আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মৃদুল ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক, মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাজহার আলম সম্রাট, বিদ্যালয় শাখার সভাপতি অর্ণব ধর, সাধারণ সম্পাদক স্বস্তিকা সূত্রধরসহ কমিটির অন্যান্য সদস্যরা।