গোপালগঞ্জে শিক্ষা উপকরণ বিতরন

 

শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

হাসি মাখা মুখে আধো আধো (অল্প অল্প)ভাষায় এক শিক্ষার্থী বলে উঠল,আইজ অনেক দিন পর কসি(রুল)টানা খাতায় লেখব,আর ছবিও আকায়াকি করবানি বাড়ি গিয়ে।”

বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ এর উদ্দ্যোগে আজ(১৫/৫/২৪)বুধবার সকাল ১১ টায় গোপালগঞ্জ শহরতলীতে অবস্থিত ১১৫ নং সি.বি. ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চত্ত্বরে প্রায়  অর্ধ শতাধিক শিক্ষার্থীদের দেওয়া হয় বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ। শিক্ষার গুনগুন মান ও নতুন শিক্ষন পঠন কারিকুলামের সাথে মিল রেখে বিদ্যালয়ের শিশু শ্রেনী ও ১ম শ্রেনীর শিক্ষার্থীদের দেওয়া হয় শিক্ষা উপকরণ সমূহ।

শিক্ষা উপকরণ পেয়ে অত্যান্ত আনন্দিত ও উচ্ছ্বাসিত হয় শিক্ষার্থীরা।তারা সকলেই বসুন্ধরা শুভসংঘ কে ধন্যবাদ জানায়।একই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা:হাসনা হেনা

তিনি বলেন’’”বসুন্ধরা শুভসংঘের এই শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের পড়াশুনায় আরো বেশী আগ্রহী ও মনোযোগী করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।”

শিক্ষা উপকরণ বিতরন কালে বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস বলেন, “অসহায় মেধাবীদের পাশে সব সময় বসুন্ধরা শুভসংঘ আছে এবং থাকবে,আমরা শুধু চাই জনগনের দোয়া ও ভালবাসা।”

এসময়ে আরো উপস্থিত ছিলেন প্রভাষক বিষ্ণুপদ বালা,বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সাকিব,সাংগঠনিক সম্পাদক তুর্জ রহমান, বশেমুরবিপ্রবি শাখার সামি,পলক,ফুরকান সহ অনেকে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *