কালাইয়ে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বৃক্ষরোপন
পরিবেশ প্রকৃতি জীব বৈচিত্র একে অপরের সাথে নিবিড় ভাবে সম্পৃক্ত। মানুষের বেঁচে থাকতে গাছের ভূমিকা অপরিসীম। কিন্তু অপরিকল্পিত নগরায়নের ফলে ক্রমেই গাছপালার সংখ্যা হ্রাস পাচ্ছে। এর প্রভাবে ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি,অকল্পনীয় হারে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। গাছপালা রক্ষা ও বৃক্ষরোপনে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ কালাই উপজেলা শাখা।আজ শুক্রবার (২৪ মে) কালাই উপজেলার হাতিয়র ও বানিহারা এলাকার সাধারণ মানুষেদের নিয়ে বৃক্ষরোপনের কর্মসূচী পালিত হয়।
বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কালাই উপজেলা শাখার সভাপতি এম রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোর্শেদুল ইসলাম, সিরাজাম মুনিরা, বকুল, মিথিন।
বসুন্ধরা শুভসংঘ কালাই উপজেলা শাখার সভাপতি রাসেল আহমেদ বলেন, পৃথিবীকে সবুজ ও বাসযোগ্য করে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। আমরা আজ যে বড় গাছের ছায়ায় আশ্রয় গ্রহণ করি তা আমাদের লাগানো গাছ নয় তাই আমাদের পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে এখনই বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন করতে হবে।