বসুন্ধরা শুভসংঘের ইফতার পেল শ্রমজীবী নারীরা
বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে আজ মঙ্গলবার (২৬ মার্চ) জেলা এলজিইডি ভবনের সামনে ৩০ জন শ্রমজীবী নারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইতফার পেয়ে শ্রমজীবী নারী মাছুরা আক্তার বলেন,”রমজান মাস ম্যালা অভাব অনটনে কাটাই,, মাইয়া দুইডারে ভাল কিছু ইফতার দিতেও পারি না,মাইরা জুস, খেজুর খাইতে চায়, আপনারা আজ যা দিলেন তাই দিয়ে মাইয়া দুইডারে ভাল ইফতার খাওয়াইতে পারব”।
ইফতার বিতরন কালে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস, সাংগঠনিক সম্পাদক তুর্জ রহমান,শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মুজাহিদুল ইসলাম সাব্বির, বশেমুরবিপ্রবি শাখার সহ দপ্তর সম্পাদক হুমায়ুন আহমেদ পলক।
ইফতার বিতরণ শেষে বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস বলেন, রমজান মাস হল আত্মসংযমের মাস।ধনী গরীব ভেদাভেদ ভূলে আমরা এক সাথে সবাই ইফতার করব, কেউ যেন অনাহারে রোজা না থাকে তার জন্য বসুন্ধরা শুভসংঘের ইফতার আয়োজন।