বসুন্ধরা শুভসংঘ খুলনার আয়োজনে ইফতার বিতরণ
বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার আয়োজনে শুক্রবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে খুলনার লবনচরার বান্ধা বাজার এলাকায় অর্ধশতাধিক পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার সভাপতি বিপুল কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ খান, সহ-সভাপতি দয়াল কৃষ্ণ সানা, কাজী মাহবুব, মনিশংকর মন্ডল, শিমুল দেবনাথ, কোষাধ্যক্ষ ইয়াছিন আরাফাত, সদস্য মো. জাহাঙ্গীর আলম, ইদনী, স্বর্ণা প্রমুখ। ইফতার বিতরণ শেষে বসুন্ধরা শুভসংঘ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ খান বলেন, শুভসংঘ থেকে আমরা সবসময়ই অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করলাম। ভবিষ্যতেও শুভসংঘের সকল সদস্যরা মিলে মানুষের পাশে থাকার চেষ্টা করবো।