রংপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ

 

রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের আয়োজনে রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। আজ (২৪ মার্চ) রোববার বেলা ১১টায় রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অডিটরিয়ামে শপথ বাক্য পাঠ করান রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের সাধারন সম্পাদক মোঃ তানজিম হাসান ।
শপথ বাক্য পাঠ করার আগে এক আলোচনা সভার আয়োজন করা হয় । এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ সাদাকাত হোসেন, রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে প্রভাষক মোঃ আখলাফ হোসেন, রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের অর্থ সম্পাদক সোহাগ কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক সোহেল তানভীর, সহ সাংগঠনিক সম্পাদক রবি দাশ, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ আলম জেমস, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান প্রমুখ ।

মাদক বিরোধী শপথ গ্রহণ এবং সমাবেশে বক্তারা বলেন, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। জীবনকে ভালবাসতে হবে, সুন্দর করতে হবে। তাই মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক বিরোধী সচেতনতা সৃস্টিতে শিক্ষার্থীদের ভূমিকা পালন করতে হবে, দেশপ্রেমে উজ্জীবিত থাকতে হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *