সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ

 

বসুন্ধরা শুভসংঘ রূপনগর থানা শাখার আয়োজনে আজ মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানী রূপনগর আবাসিক এলাকার দুই নম্বর রোডে প্রিয়ফুল স্কুলের শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এসময় ৩০ জন শিশুর মাঝে স্বাস্থ্যসম্মত ইফতার বিতরণ হয়। 

ইফতার পেয়ে সুমাইয়া নামে এক শিশু শিক্ষার্থী জানায়, অনেক দিন ধইরা ভালো কিছু দিয়া ইফতার করি না, আইজ এত ভালো ভালো খাওন দিয়া ইফতার করমু, চিন্তাও করি নাই। মজা কইরা পেট ভইরা খাইলাম। আপনাগোমতো এত জিনিস দিয়া আমাগো কেউ ইফতার করায় নাই।

এসময় উপস্থিত ছিলেন সভাপতি শাইমুল আজাদ চয়ন, সহ সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম ও প্রচার সম্পাদক সাদমান। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *