কুড়িগ্রামে নিম্নআয়ের মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ
বসুন্ধরা শুভসংঘ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে কুড়িগ্রাম শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ গেটে শতাধিক রিকশাচালক, অটোচালক, দোকান কর্মচারি, ক্ষুদ্র ব্যবসায়ীসহ নিম্নআয়ের মানুষকে এই ইফতার সামগ্রী দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি খন্দকার খায়রুল আনম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ মিলন, কুড়িগ্রাম সরকারি কলেজ শুভসংঘের সভাপতি মাহমুদুল হাসান অপূর্ব, সহ সভাপতি পারভেজ আহম্মেদ হিমেল,অঙ্কন সাহা, ফরহাদ আহম্মেদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান শৈশব, ত্রাণ বিষয়ক সম্পাদক বিদ্যুৎ চন্দ্র প্রমুখ।
ইফতার বিতরণ শেষে সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানায়, পবিত্র রমজান মাসে অসহায় মানুষদের জন্য বসুন্ধরা শুভসংঘের ইফতার আয়োজন সত্যিই প্রশংসনীয়। অনাহারী মানুষদের মুখে একদিন খাবার তুলে দিতে পেরে আমরাও অনেক খুশি। আমরা চাই বসুন্ধরা শুভসংঘের সকল শুভ কাজ এভাবেই অব্যাহত থাকুক।