সান্তাহার স্টেশনে শতাধিক ছিন্নমুল মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার ইফতারের আগে উপজেলার সান্তাহার জংশন স্টেশনে শতাধিক নারী-পুরুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন শুভসংঘের বন্ধুরা।
ছিন্নমুল মানুষের মাঝে ইফতার বিতরনকালে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি উপজেলা শাখার উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, কালের কণ্ঠর উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু এবং কার্যকরী কমিটির সভাপতি আমিনুল ইসলাম সুমন, সহসভাপতি জাহাঙ্গীর আলম, আহসান হাবীব তুহিন, সাধারন সম্পাদক হাসিবুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক রঞ্জন কুমার, ব্যবসায়ী আজিজুল হক রাজা ও কোরবান হোসেন প্রমূখ।
জোলেখা বেগমের বাড়ি নাটোর জেলার বনগ্রামে। তিনিও ইফতার নিতে এগিয়ে এসে দাঁড়িয়েছিলেন। বয়সের ভারে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা তাকে ধরে এগিয়ে এনে ইফতারির প্যাকেট হাতে তুলে দেন। ইফতার পেয়ে আয়োজকদের জন্য দোয়া করেন এই নারী। এভাবেই ইফতার বিতরণের কার্যক্রম শেষ হয়।