ঠাকুরগাঁওয়ে অসচ্ছল নারীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ
সমাজে পিছিয়ে পড়া দরিদ্র অস্বচ্ছল নারীদের স্বাবলম্বি করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২০টি ও বিকালে বেগুনবাড়ি এলাকায় ২৫টি সহ মোট ৪৫টি সেলাই মেশিন সেট বিতরণ করা হয়। এর আগে গত তিনমাস যাবত ওই ৪৫জন অস্বচ্ছল নারীকে সেলাই প্রশিক্ষণ প্রদান করে পারদর্শী করে গড়ে তোলে বসুন্ধরা শুভসংঘ।
বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রিয় কমিটির সভাপতি সাদেকুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি দ্রৌপদী দেবী আগারওয়াল। এসময় অন্যান্যের মধ্যে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোলায়মান আলী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুবোধ চন্দ্র রায়, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি তাপস দেবনাথ, সাধারণ সম্পাদক রাশেদুল আলম লিটন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, কেন্দ্রিয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক মালিহা মনজুর মৌমি, সরকারি মহিলা অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত সেলাই প্রশিক্ষক সাধনা ঘোষ ও কালের কন্ঠ জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উপকারভোগী জানান, বসুন্ধরা গ্রুপ আমাদের অভাবের সংসারে আলো ফুটাচ্ছে। কারণ, প্রশিক্ষণ শেষে নতুন মেশিন পাবো। তখন সেলাইয়ের কাজ করে আয় রোজগার করতে পারবো, থাকবেনা অভাব কষ্ট, ঘুরে দাঁড়াবে আমাদের সংসার।
বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রিয় কমিটির সভাপতি সাদেকুল ইসলাম জানান, একটি সেলাই মেশিন একটি পরিবারকে সাবলম্বী করতে বিশেষ ভূমিকা রাখবে। সেলক্ষ্যে সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় অসচ্ছল নারীদের সাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। বসুন্ধরা শুভসংঘ শুভ কাজের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যেতে চায় ।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুবোধ চন্দ্র রায় জানান, রক্ত দিয়ে প্রাণ দিয়ে মুক্তিযোদ্ধারা যেভাবে দেশ স্বাধীন করেছে শত ষড়যন্ত্র করেও সে ইতিহাস কখনো মুছে ফেলা যাবেনা। তেমনি দেশের অস্বচ্ছল মানুষদের মুখে যে হাসি ফুটিয়ে চলেছে তা কখনোই ভুলবার নয়। অস্বচ্ছল নারীরা সেলাই প্রশিক্ষণ গ্রহণ করে নিজের পায়ে দাঁড়াতে পাড়ছে এটি অনেক বড় কার্যক্রম। আমরা মুক্তিযোদ্ধারা চাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এভাবে মানুষকে সহযোগীতা করুক এবং আরো বেশি সামাজিক কাজ করে যাক। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো।
এমপি দ্রৌপদী দেবী আগারওয়াল বলেন, সমাজের দরিদ্র অসচ্ছল নারীদের সাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। বাংলাদেশে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান ও গ্রুপ রয়েছে, কিন্তু বসুন্ধরা শুভসংঘের মতো কেউ দেশের জন্য ও মানুষকে সহযোগীতা করেনা। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে সহযোগিতা করছেন তা উপকারভোগী সহ উত্তর জনপদের ঠাকুরগাঁওয়ের মানুষ চিরদিন কৃতজ্ঞ থাকবে। এভাবে বসুন্ধরা শুভসংঘ দরিদ্র মানুষের আরো বেশি সহযোগিতা করুক এটাই কামনা করছি।