নারী দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি

 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে নারী স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৮ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল প্রাঙ্গণে নারী শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শেষে শিক্ষার্থীদের হাতে নারী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ‘স্যানিটারি ন্যাপকিন’ তুলে দেওয়া হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি মাশরিফা জাহান শেফা, সাধারণ সম্পাদক মোছা. আরবি আক্তার, যুগ্ম সম্পাদক আফিয়া আন্তারা মিম্মা, নোশিন মুবাশশিরা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ঊর্মি শাহা, সহ-সমাজসেবা সম্পাদক নুসরাত ঐশী, সদস্য শিরিন আক্তারসহ সাধারণ শিক্ষার্থীরা।


অনুষ্ঠানে আরবি আক্তার বলেন, দেশে জরায়ু টিউমার ও জরায়ু ক্যান্সারের পরিমাণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ থেকে মুক্তি পেতে হলে নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি নারীদের মাসিক চক্র চলাকালীন তারা যেন খুব সহজেই স্বল্পমূল্যে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করে তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারে, সেজন্যও আমাদের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সকলে নিজেদের জায়গা থেকে চেষ্টা করলে নারীরা সুস্থ জীবনযাপন করতে পারবে।

এ সময় এক শিক্ষার্থী বলেন, স্যানিটারি ন্যাপকিন ক্রয়ক্ষমতা সকলের হাতের নাগালের মধ্যে না। অনেকসময় চাইলেও আর্থিক দিক বিবেচনা করে ব্যবহার করা হয়ে ওঠেনা। ধন্যবাদ বসুন্ধরা শুভসংঘকে। তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *