হোমনায় বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্ভোধন
আজ বুধবার কুমিল্লা জেলার হোমনা উপজেলায় হরিপুর গ্রামে অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বসুন্ধরা শুভ সংঘের এক সেলাই প্রশিক্ষন কেন্দ্র উদ্ভোধন করা হয়। এতে ২০জন অস্বচ্ছল পরিবারের স্বামী পরিত্যক্ত, বিধবা, অসহায়, স্কুল কলেজের পড়ুয়া দরিদ্র শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান মহোদয়ের দিকনির্দেশনায় প্রশিক্ষনটি বাস্তবায়ন হচ্ছে। প্রশিক্ষন কেন্দ্রের উদ্ভোধনে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও ইস্ট ওয়েষ্ট মিডিয়া গ্রুপের লিমিটেডের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক, ইস্ট ওয়েষ্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও দৈনিক কালেরকন্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেলের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ দেলোয়ার হোসেন সরকার, হোমনার পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম, বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমূন কবির, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ চাঁন মিয়া সরকার, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র অফিসার আমির হোসেন আনোয়ার, জুনিয়র অফিসার শাহজাহান, মোহাম্মদ বাছির প্রমুখ।
প্রধান অতিথি ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা শুভ সংঘ কর্তৃক সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে আপনাদেরকে সেলাই কাজে দক্ষ করে গড়ে তুলার জন্যে আজকের এই কার্যক্রম চালু করা হচ্ছে। এই সেলাই প্রশিক্ষনের মাধ্যমে আপনাদের আর্থিক স্বচ্ছলতা ফিরে আসবে। বসুন্ধরা গ্রুপের অর্থায়নে সেলাই প্রশিক্ষন শেষে আপনাদের প্রত্যেককে বিনামুল্যে একটি করে সেলাই মেশিন দেয়া হবে। বক্তব্য শেষে তিনি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্ভোধন ঘোষনা করেন।
সভাপতি ময়নাল হোসেন চৌধুরী বলেন, আপনারা ভালো করে সেলাই কাজটি শিখবেন। যাতে করে সেলাই প্রশিক্ষনের পর সেলাই মেশিন পেয়ে জামা-কাপড় সেলাই করে অর্থ উপার্জন করতে পারেন। বসুন্ধরা চায় আপনারা নিজের পায়ে দাঁড়িয়ে স্বাবলম্ভী হউন।