হবিগঞ্জে ২০ নারীকে স্বনির্ভর করতে শুভ সংঘের সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

 

হবিগঞ্জে ২০ জন নারীকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। তাদের পৃষ্ঠপোষকতায় বহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘শুভসংঘের’ ব্যানারে এই ২০ নারীর জন্য শুক্রবার সকালে উদ্বোধন করা হয়েছে ৩মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে সবাইকে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন প্রদান করা হবে।
শুক্রবার সকাল ১১টায় জেলা সদরের বহুলা গ্রামের অবস্থিত অ্যাডভোকেট মোঃ আবু জাহির উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে এই প্রশিক্ষণ উদ্বোধন করেন শুভসংঘের উপদেষ্টা সিলেট মেট্টোপলিটন বিশ^বিদ্যালয়ের (এমইউ) উপাচার্য ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জাতীয় নেতা ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল।
‘শুভসংঘের’ ব্যানারে করোনা মহামারিতে মানুষকে সহায়তা প্রদান ও প্রতিবার শীতে গরম কাপড় বিতরণের পর নারীদের পাশে দাঁড়িয়ে বসুন্ধরা গ্রুপ হবিগঞ্জে জেলায় আরেকবার প্রসংশিত হল।

শুভ সংঘের বন্ধুরা শহরতলীর বিভিন্ন গ্রাম থেকে অবহেলীত নারীদের তালিকা সংগ্রহ করে নিয়ে আসেন এক ব্যানারে।
প্রধান অতিথির বক্তৃতায় ড. জহিরুল হক শাকিলবলেন, “সরকার প্রত্যেকটি নারী-পুরুষকে নিজের পায়ে দাঁড় করাতে চায়। বসুন্ধরা গ্রুপ দেশের এই অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।”

আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের স্বক্ষমতা প্রমাণে বসুন্ধরা গ্রুপ অন্যন্য অবদান রাখছে উল্লেখ করে তিনি বলেন, “শিল্পগ্রুপটি করোনা মহামারীতে অল্প সময়ে হাসপাতাল প্রস্তুত করে সরকারকে দেওয়াসহ আর্তমানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি তাঁদের ক্রমাগত সাফল্য কামনা করছি।”
সেলাই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভ সংঘ হবিগঞ্জ শাখার সভাপতি জনি আহমেদ রাজু। সাধারণ সম্পাদক রনি হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, আবু জাহির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সমাজ সেবা অফিসার নিপুন রায়, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আজিজুর রহমান খান সজল, গনি মিয়া প্রমুখ।
প্রশিক্ষণে অংশ নেওয়া ২০ জন নারীসহ অতিথিবৃন্দ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ তাঁর পরিবারের সদস্যসহ দেশবাসীর মঙ্গল কামনায় মোনাজাত করেছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *