সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে গাইবান্ধা শুভসংঘের আনন্দময় ফল উতসব
সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শুক্রবার দুপুরটি ছিল ভালো লাগার। বসুন্ধরা শুভসংঘের ফল উতসবকে কেন্দ্র করে তারা একত্রিত হয়েছিল গাইবান্ধার সাংস্কৃতিক সংগঠন সুরবানী মিলনায়তনে। সাজানো মঞ্চে আম, কাঁঠাল, জাম, জামরুল, ড্রাগন, মালটা, লটকন, কলা, খেঁজুরসহ প্রায় সব মৌসুমী ফল স্থান পেয়েছিল। অনুষ্ঠানটিকে কেন্দ্র করে জেলার শুভসংঘের বন্ধুরা সকাল থেকেই ছিলেন ততপর। অতিথি ও সংগঠনের উপদেষ্টারা আসতেই মাইকে বেজে উঠলো সংগঠনের থিম সং ‘শুভ কাজে সবার পাশে আমরা শুভসংঘ‘।
জেলা কমিটির সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লবের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা পর্বে অংশ নিলেন প্রধান অতিথি পৌর মেয়র মতলুবর রহমান, উপদেষ্টা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, জেলা সম্পাদক শাহানাজ বেগম ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি অমিতাভ দাশ হিমুনসহ অন্যরা।
তবে উতসবের উদ্বোধন পর্বটি ছিল ২৫শিশুর জন্য ভীষন আনন্দময়। শিশুদের ভেতরে বসে প্রধান অতিথি একে একে সবার মুখে তুলে দিলেন ফল। উপদেষ্টা ও শুভসংঘের কর্মীরা প্লেট ভরে সবার সামনে ফল তুলে দিলেন। ফল খাবার দৃশ্যটি ছিল মুগ্ধ করার মতো। এরমধ্যে একে অন্যের মুখে তোলার দৃশ্যটিও ছিল মধুর।
রেলওয়ে কলোনীর পাশে বসবাসকারী ওই শিশুদের দল নায়ক আব্দুস সামাদ (১২) জানালো, তাদের ঘরের পাশেই একটি ফলের বাজার রয়েছে। সেখানে কত ফল ওঠে। কিন্তু পরিবারে আর্থিক স্বচ্ছলতা না থাকায় লোভনীয় ফলগুলোই থাকে তাদের নাগালের বাইরে। প্রতিবছর শুভসংঘের এই আয়োজনটির জন্য তাদের অপেক্ষা থাকে। মনভরে ফল খেয়ে বাড়ি ফেরে তারা।
ছোট্ট রোজিনা খাতুন(৬) বললো, ভাইয়া আর আপুরা কত আদর করে ফল খাওয়ালো। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লেগেছে। একই কথা ফারজিনা, শিরিনা, আকাশ ও মুরাদ মিয়ার কন্ঠে।
উপদেষ্টা প্রমতোষ সাহা বললেন, বসুন্ধরা শুভসংঘ এখন তাদের শুভ কাজের জন্য ব্যাপক পরিচিতি পেয়েছে। দুর্যোগ, দু:সময়ে তারা যেমন আছেন তেমনি সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডেও সংগঠনের সদস্যদের জুড়ি মেলাভার।
প্রধান অতিথি গাইবান্ধা পৌরমেয়র মতলুবর রহমান বললেন, বসুন্ধরা শুভসংঘের নানা কাজে বিভিন্ন সময় যুক্ত হয়েছি। তাদের চিন্তা ভাবনায় ব্যতিক্রম ও বৈচিত্র রয়েছে। আমি সবসময় তাদের পাশে থাকতে চাই। তিনি আহবান জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করার যে অঙ্গিকার শুভসংঘ করেছে তা অটুট রাখতে হবে।
সংগঠনের সাধারন সম্পাদক শাহানাজ বেগম বলেন, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির মুল উদ্যোগে এই ফল উতসবের আয়োজন করেছি। সুবিধা বঞ্চিত শিশুদের মন ভোলানো হাসি দেখে মনে হচ্ছে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে।
ফল উতসব আয়োজনে সমন্বয়ক হিসেবে ছিলেন শুভসংঘের জেলা কমিটির কর্মকর্তা ও সদস্যদের মধ্যে ছিলেন, জান্নাতুল ফেরদৌসি মিম, আহসানিয়া ¯িœগ্ধা, আলাদিন আলিফ, আহসান আজিম প্রধান নাইম, অর্পিতা পাল পুজা, মোস্তাকিম আহমেদ মুন, সাজ্জাদুর রহমান বিশাল, তানহা তাসফিয়া পূর্ণতা, মেঘলীনা দ্যুতি, নিশাত হাসান, পিথুলা পারমিতা বর্ন, লিজা সরকার, ইসাউল কবীর ইমন, মাহিউল ইসলাম আদিত্য ও তৌফিক মাহামুদ।