সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মান উন্নয়নে অবদান রাখতে চায় বসুন্ধরা শুভসংঘের শায়লা

 

শায়লা নুসমা ছোটবেলা থেকেই মেধাবী এবং পরিশ্রমী একজন শিক্ষার্থী। স্কুল জীবন থেকেই লেখাপড়ার পাশাপাশি বসুন্ধরা শুভসংঘের সামাজিক কার্যক্রমসহ বিতর্ক ও বিএনসিসির সাথেও জড়িত। শায়লা নুসমা ২০১৯২০ সেশনে শহীদ পুলিশ স্মৃতি কলেজ থেকে মাধ্যমিক এবং ২০২১২২ সেশনে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছেন। স্কুল ও কলেজ জীবনের সকল পাবলিক পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধেও সফলতার স্বাক্ষর রেখেছে। ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাতালিকায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটে (আইইআর) ২০২৩২৪ সেশনে ভর্তি হয়েছেন।

শায়লা নুসমা ২০১৯ সালে বসুন্ধরা শুভসংঘ শহীদ পুলিশ স্মৃতি কলেজ শাখার সহ কর্ম ও পরিকল্পনা সম্পাদকের দায়িত্ব পালন করেছে। বর্তমানে কাফরুল থানা শাখার সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। বসুন্ধরা শুভসংঘের দায়িত্ব পালনকালীন সময়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পোশাক বিতরণ, করোনাকালে ত্রান বিতরণ ও শীতে কম্বল বিতরণসহ বিভিন্ন ধারণের সামাজিক উন্নয়নমূলক কাজে প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন

শায়লা নুসমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটে পড়াশোনা করতে পারাটা আমার কাছে স্বপ্নের মত মূলত ভবিষ্যতে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে গবেষনা করতে পারবা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করার তাড়না থেকেই এই বিষয়ে পড়াশোনার আগ্রহ জাগে। নতুন প্রজন্মের কাছে উচ্চ শিক্ষা নিয়ে অনেক ধরণের সংশয় আছে। লেখাপড়া শেষ করে এই বিষয়গুলো কাজ করতে চাই।

শায়লা নুসমা আরো বলেন, “শিক্ষাই জাতির মেরুদন্ড। একটি জাতিকে উন্নত করে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নাই আমাদের দেশের অনেক সুবিধাবঞ্চিত শিশু এখন মানসম্মত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। সম্প্রতি বসুন্ধরা শুভসংঘ দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষার আলোয় আলোকিত করার চেষ্টা করছে। আমার শিক্ষার জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বসুন্ধরা শুভসংঘের সাথে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মান উন্নয়নে কাজ করে যেতে চাই

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *