সুবিধাবঞ্চিত শিশুদের বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ বিতরণ

 

নাটোরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) সকালে জেলা শহরের চকবৈদ্যনাথ এলাকার স্বপ্নকলি স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়া হয়। শিক্ষা উপকরণ পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে।

শিক্ষা উপকরণ বিতরণ প্রসঙ্গে বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক সুষ্ময় দাস বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সবসময়ই শিশুদের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করছে। যেখানে শিশুরা বিনা মূল্যে পড়ালেখার পাশাপাশি যাবতীয় সুযোগসুবিধা পেয়ে থাকে। আজ সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হলো। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিক সহযোগিতা নিয়ে সবার পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান সৈকতসহ আসলাম আলী সরদার, মোছ. রাশেদা খাতুন, মো. চাঁদ খামারু, মোছা. বর্ষা খাতুন, মোছা. ফাতেমা খাতুন, মোছা. আরবী খাতুন, সানজিলা রহমান তটিনী, মুহছানিন ইসলাম মোহনা, আলমগীর হোসেন, মো. সজল প্রামানিক, রেজওয়ানা তাবাসসুম প্রমুখ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *