সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের মেহেদী উৎসব
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পবিত্র ঈদ–উল–আযহা উপলক্ষে মেহেদি উৎসবের আয়োজন করেছেন বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার বন্ধুরা। ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এ আয়োজন করেন তাঁরা। শুভসংঘের নারী সদস্য বিশজন সুবিধাবঞ্চিত শিশুর হাতে মেহেদি দিয়ে বিভিন্ন ডিজাইনের নকশা এঁকে দেন।
সুবিধাবঞ্চিত শিশু সুমাইয়া জানায়, ‘মেহেদি হাতে ঈদ করছি। এটা খুবই আনন্দের। ভালো লেগেছে, যখন একজন আপু আমার হাতে মেহেদি লাগিয়ে দিলেন। এই প্রথম মেহেদি দিলাম। সুমাইয়ার মত জোসনা, রোকেয়াও একই কথা বলছে ‘আমরা অনেক আনন্দিত, আজ আমরা অনেক খুশি।‘
মেহেদী উৎসবে উপস্থিত ছিলেন, শাহনাজ মহিমা, উম্মে হানি প্রাপ্তি, সেজুতি আক্তার, মাহবুবা মাহিমা, সাদিয়া দিবা দেবনাথ, ওয়ালী খান ইউসুফযাই, নাজমুল হাসান মারুফ, আব্দুল্লাহ আল রাজিন।
আয়োজকরা জানায়, ঈদের আগে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদি পরিয়ে দিতে পারায় আমরা অনেক আনন্দিত।
সুবিধাবঞ্চিত এই শিশুরা ঈদের আনন্দ পুরোটা উপভোগ করতে পারে না। ঈদের আনন্দ বাড়িয়ে দিতে মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে।