সুবিধাবঞ্চিতদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় মানুষদের মধ্যে ইফতার বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ সরকারি বাঙলা কলেজ শাখার সদস্যরা।
আজ সোমবার রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় শারীরিক প্রতিবন্ধী, ভিক্ষুক, সুবিধাবঞ্চিত শিশু ও হকারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
শুভসংঘের স্বেচ্ছাসেবীদের হাত থেকে ইফতার পেয়ে বেশ খুশি হন তারা।
ইফতার বিতরণ প্রসঙ্গে শুভসংঘ মিরপুর শাখার সদস্যরা বলেন, আমরা শুভসংঘের মাধ্যমে সবসময় চেষ্টা করি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে থাকার। তারই ধারাবাহিকতায় আমরা আজ ৪০ জন অসহায়, দুস্থ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তির জন্য ইফতারের আয়োজন করেছি।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সরকারি বাঙলা কলেজ শাখার সহ সভাপতি সাজু আহমেদ, সাধারণ সম্পাদক মো রাশিদুজ্জামান মন্ডল, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হাসান, অর্থ সম্পাদক এস এম মঈন উদ্দিন, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মো জুবাইদুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক উসন চাকমা, ক্রীড়া সম্পাদক আরাফাত রহমান কার্যকরী সদস্য বি এম ইমরান হক ও মো আজাদুর রহমান।