সহায়তা পেল বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার

সহায়তা পেল নালিতাবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার

 

পাহাড়ি ঢল আর ব্যাপক বৃষ্টির কারণে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চল ব্যাপকভাবে প্লাবিত হয়। তবে সম্প্রতি পানি নামতে শুরু করেছে। এর সাথে স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। পানির প্রবল স্রোতে অনেকের ঘরবাড়ি উপড়ে গেছে। ভেসে গেছে আসবাবপত্র ও রক্ষিত খাবার। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও মানবেতর জীবন যাপন করছেন বহু মানুষ। দুর্গত এলাকাগুলোর মানুষ খাদ্য সংকটে ভুগছে। খেয়ে না খেয়ে কোনরকমে চলছে তাদের জীবন।
বন্যার্ত এসব মানুষের দূর্ভোগ লাঘবে তাদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে উপহার হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। আজ বুধবার (১৬ অক্টোবর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ও বালুরচর গ্রামের অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পিয়াজ ও মুড়ি।

বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে খাদ্যসামগ্রী উপহার পেয়ে উপকারভোগীরা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই বন্যায় তারা সব হরিয়েছেন। অর্ধহারে-অনাহারে দিন পার করতে হচ্ছে। এমন সংকটময় সময়ে বসুন্ধরা শুভসংঘ খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়ানোয় আগামী কয়েকদিনের খাবার নিয়ে তারা নিশ্চিন্ত হলেন। এ সময় তারা এ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া করেন।

  • সহায়তা পেল বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার

খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ ঝিনাইগাতী উপজেলা শাখার উপদেষ্টা সাজ্জাদ হোসাইন, সহ-সভাপতি মো. ইবাদ মোল্লা, কার্যকরী সদস্য মোসারফ হোসেন, শোয়াইব ও অনিক।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *