শ্রমজীবীদের মাঝে বসুন্ধরা শুভসংঘ যাত্রাবাড়ী থানা শাখার ইফতার বিতরণ
বসুন্ধরা শুভসংঘ যাত্রাবাড়ী থানা শাখার আয়োজনে আজ শনিবার (২৩ মার্চ) রাজধানীর ধোলাইরপার এলাকায় অর্ধ শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরন করা হয়। সারাদিন কাজ করার পর ক্লান্ত শরীরে ইফতার পেয়ে শ্রমজীবী মানুষের মুখে হাসি ফুটে ওঠে।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ যাত্রাবাড়ি থানা শাখার উপদেষ্টা এবং এপেক্স বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট গভর্নর মোঃ সাইফুল ইসলাম, সভাপতি আব্দুল হান্নান মিল্টন, সহ সভাপতি মোহাম্মাদ তৌফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াসিন হোসেন ইমন, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, সহ সাধারন সম্পাদক এস এইচ সম্রাট হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মুহাঃ উমর ফারুক, ক্রীড়া সম্পাদক তপন চন্দ্র সাহা, কার্যকরী সদস্য নেওয়াজ আহমেদ, ফাহাদ হাসান নাহিদ, ফাহাদ হোসেন এবং কদমতলী থানা শাখার সভাপতি মোঃ আইনুল রহমান।
ইফতার বিতরণ শেষে সাইফুল ইসলাম বলেন, বসুন্ধরা শুভসংঘ যেকাজগুলো করছে তা সত্যিই প্রশংসার যোগ্য। বসুন্ধরা শুভসংঘ যাত্রাবাড়ী থানা শাখার কাজের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরো বেশি উদ্যোম নিয়ে কাজ করে যাবে।