শ্রমজীবীদের খাবার স্যালাইন ও পানি দিল বসুন্ধরা শুভসংঘ

 

তীব্র তাপপ্রবাহে পুড়ছে পুরো দেশ। তাপ প্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পরেছে খেটে খাওয়া মানুষেরা। তীব্র গরমে শ্রমজীবী মানুষদের স্বস্তি দিতে বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (২১ এপ্রিল) সকালে জেলা শহরের কোর্ট এলাকায় অর্ধশতাধিক রিক্সা ও ভ্যান চালকদের হাতে তুলে দেওয়া হয় বিশুদ্ধ খাবার পানির বোতল ও খাবার স্যালাইনের প্যাকেট।

তীব্র গরমে এসব খেটে খাওয়া মানুষেরা নিজেদের যত্ন নিতে পারেন না। তাই শ্রমজীবী মানুষদের জন্য বসুন্ধরা শুভসংঘের এই উদ্দ্যোগকে স্বাগত জানায় পথচারীরা।

বিশুদ্ধ পানির বোতল ও খাবার স্যালাইন হাতে পেয়ে রিক্সাচালক হাবীবুর রহমান বলেন, ‘৩০০ টাহা রিক্সার জমা দেওনের পর এহন আর বাড়ি কিছুই নিতে পারি না। আইজ কয় দিন রোদ্দুরির (রোদের) জন্যি ঠিকমতো টিপ (ট্রিপ) মারতিও পারি না। এ গরমে শরীল (শরীর) চলে না। তোমাগে দেওয়া স্যালাইন খাইয়া দেহি শরীলডা ফেরে নাকি।

এ সময় উপস্থিত বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘দেশের যেকোন ক্রান্তিলগ্নে বসুন্ধরা শুভসংঘ মানুষের পাশে এসে দাড়িয়েছে। আমরা গোপালগঞ্জ জেলা শাখা সবসময় ভাল কিছু করার চেষ্টা করি। যাতে দেশ ও দশের মঙ্গল হয়। এসব খেটে খাওয়া মানুষের হাতে আজ খাবার পানি আর স্যালাইন দিতে পেরে আমরা আনন্দিত।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *