বসুন্ধরা শুভসংঘ

শেরে বাংলা এ কে ফজলুল হকের জন্মদিবসে বসুন্ধরা শুভসংঘের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

 

জাতীয় নেতা শেরে বাংলা আবুল কাশেম (একে) ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী আজ। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর এ কে ফজলুক হক বর্তমান ঝালকাঠি জেলার রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের কাছে তিনিশেরে বাংলা’ (বাংলার বাঘ) এবংহক সাহেবনামে সমধিক পরিচিত ছিলেন।

বাংলার অবিসংবাদিত এ নেতার জন্মদিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। গোপালগঞ্জে সংগঠনের জেলা শাখার উদ্যোগে শেরে বাংলার জীবনী ভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজ শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় জেলার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ঘেনাশুর গ্রামে অবস্থিত একেএম সারোয়ারজান বিশ্বাস কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী বিশ্বাস, প্রভাষক নাজমুল হুসাইন, পলাশ মল্লিক ও রাবেয়া জামান, গোপালগঞ্জ রিজেন্ট কলেজের প্রভাষক মুজাহিদুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস ও সাংগঠনিক সম্পাদক তূর্জ রহমানসহ আরো অনেকে।

সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজন প্রসঙ্গে সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার জন্য ও সাধারণ জ্ঞানের ভান্ডার আরো সমৃদ্ধ করার জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।

  • বসুন্ধরা শুভসংঘ

এ প্রসঙ্গে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলী বিশ্বাস বলেন, আমাদের এই প্রত্যন্ত এলাকায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনকে স্বাগত জানাই। পিছিয়ে পড়া এসব শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজন, ওদের অনুপ্রেরণা যোগাবে।

প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন দ্বাদশ শ্রেণির শারমিন খানম, ২য় হন একাদশ শ্রেণির ফয়সাল শেখ ও দ্বাদশ শ্রেণির সুমাইয়া আক্তার প্রিন্সিলা ৩য় স্থান অধিকার করেন। বিজয়ীদের মহামূল্যবান বই উপহার দেওয়া হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *