শুভসংঘ থেকে ইফতারের প্যাকেট দিছে, বাড়িতে বউ বাচ্চারে নিয়ে ইফতার করমু
পবিত্র মাহে রমজান আমাদের সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হওয়ার বার্তা দেয়। ধর্মপ্রাণ মুসলমানেরা রোজা শেষে একসাথে ইফতার করার মাধ্যমে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। আর এই পবিত্র মাসে সমাজের পিছিয়ে পরা মানুষদের হাতে সারাদেশে ইফতার পৌঁছে দিচ্ছে বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।
সেই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের বেলকুচিতে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে শুভসংঘের বন্ধুরা। সোমবার (২৫ মার্চ) ১৪ তম রমজানে বেলকুচির সমেশপুর বাসস্ট্যান্ড এলাকায় ৬০ জন মানুষের হাতে শুভসংঘের ইফতার প্যাকেজ তুলে দেওয়া হয়।
ইফতার সামগ্রীর মধ্যে ছিলো, খেজুর, মুড়ি,ছোলাবুট, রস বুন্দিয়া, পিঁয়াজু,বেগুনি, নিমকি সহ বিভিন্ন মৌসুমি ফল।
ভ্যান চালক মোহাম্মাদ আলী জানান, রোজা রেখে ভ্যান চালিয়ে অর্থ উপার্জন করা কষ্ট হলেও নিজের কাছে ভালো লাগে। বছর ঘুরে রমজান মাস আমাদের কাছে আল্লাহর রহমত স্বরুপ। প্রতিদিন বাড়িতে গিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী ইফতার করি। আজকে “শুভসংঘ থেকে ইফতারের প্যাকেট দিছে, বাড়িতে বউ বাচ্চারে নিয়ে ইফতার করমু”
শুভসংঘের মতো সমাজের ধনী মানুষেরা আমাদের পাশে দাঁড়ালে কত ভালই না হতো।
ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বসুন্ধরা বেলকুচি শুভসংঘের সভাপতি, হাফিজুর রহমান, সহ-সভাপতি, নুরহোসেন আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ নাসিম, প্রচার সম্পাদক, মো: সিয়াম, কার্যকরী সদস্য, শফিকুল, সৌরভ সরকার, বায়েজিদ হাসান বাঁধন, ইবনে সিনা প্রমুখ।