চন্দনাইশে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাতবাড়িয়া এলাকার সাতবাড়ীয়া বার আউলিয়া হামেদিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। বসুন্ধরা শুভসংঘ চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা রোপণ করে সংগঠনটির সদস্যরা।
বৃক্ষরোপণ প্রসঙ্গে সংগঠনটির চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ‘জুলাই বিল্পবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আমাদের এই আয়োজন। আমরা মাসব্যাপী আমাদের এ কার্যক্রম চালাব। বসুন্ধরা শুভসংঘ শুভ কাজের মাধ্যমে সবসময় সমাজ ও দেশের মানুষের পাশে থাকবে।‘
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপজেলা শাখার মো. মারুফ, মো. এস পি সাকিব, মো. আরিফ , মো. শওকত উদ্দীন, মো. চৌধুরী সাইফুল, সুজন পাল, মো. ইমন ও মো. ফরহাদ রাফি।