শিক্ষা সহায়তা পেল বশেমুরবিপ্রবির শিক্ষার্থী লিপন

 

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এবং অসহায় অদম্য মেধাবী শিক্ষার্থীদের কাছে এক আলোকবর্তিকার নাম বসুন্ধরা শুভসংঘ। দেশ ও দেশের জনগনের যেকোন ক্রান্তিলগ্নে সবার আগে দেশ ও জনগনের পাশে বন্ধুর মত এসে দাড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। আগামী দিনেও অর্থের অভাবে কোন মেধাবী শিক্ষার্থীর পড়শুনা যেন বন্ধ না হয় তার জন্য সব সময় পাশে রয়েছে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা সংগঠন শুভসংঘ।

আজ রবিবার(২৬//২৪) সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান  অনুষদের একজন মেধাবী শিক্ষার্থী কে দেওয়া হয় শিক্ষা সহায়তা। আগামী মাসে ৩য় বর্ষের(/)সেমিষ্টার পরীক্ষার ফিস তুলে দেওয়া হয় এই মেধাবী শিক্ষার্থীর হাতে।সরকারি বঙ্গবন্ধু কলেজের বিজ্ঞান ভবনের সামনে থেকে লিপনের হাতে তুলে দেওয়া হয় এই সহায়তা। 

লিপন মন্ডলের বাড়ি গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া উপজেলার সিলনা গ্রামে।বাবা অসুস্থ থাকায় দুই ভাই বোনের পড়াশুনার খরচ সে নিজেই বহন করছে।একই সাথে তার বিশ্ববিদ্যালয়ের খরচ বহন করতে হিমসিম খেতে হয় তাকে। গ্রামে প্রাইভেট পড়িয়ে মাসে যে টাকা আয় হয় সেই টাকা দিয়ে কোন ভাবে ভাই বোনের পড়াশুনার খরচ চালায় লিপন।এরই মধ্য এবছর ধানের ফলন কম হওয়ায় ধান বিক্রি করতে পারে নি।যার কারনে সেমিস্টার ফিস জমা দিতে হিমসিম খাচ্ছে সে ও তার পরিবার।পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম এমন সময় পাশে এসে দাড়ায় বসুন্ধরা শুভসংঘ। 

শিক্ষা সহায়তা প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী লিপন মন্ডল বলে,”এবছর ধানের ফলন কম হবার কারনে অত্যান্ত বিপাকে পড়ে গিয়েছিলাম,ভেবেছিলাম সেমিস্টার ড্রপ যাবে।কিন্তু বসুন্ধরা শুভসংঘ আমাকে আবার আলোর পথ দেখালো,আমি আমার পরীক্ষা শেষে শুভসংঘের সাথে নিয়মিত কাজ করব।

শিক্ষা সহায়তা প্রদান কালে বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস বলেন,”আমরা সব সময় চাই মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে,কতটুকু পেরেছি জানিনা তবে এই শিক্ষার্থীরা যখন এই দেশের হাল ধরবে একদিন সেদিন ই হবে আমাদের এই সহায়তার সার্থকতা।সেদিন আমরা বলব আমরা সফল,আমরা বিজয়ী।

এসময়ে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বশেমুরবিপ্রবি শাখার সভাপতি আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইম,দপ্তর সম্পাদক পলক,জেলা শাখার সমাজ সেবা সম্পাদক অয়ন সাহা সহ অনেকে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *