বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ

শহীদদের স্মরণে ঠাকুরগাঁওয়ে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ

 

গণ অভ্যুত্থানে সরকার পতনের পর প্রকাশ পেতে শুরু করেছে বিগত সরকারের নানা নৃশংসতার চিত্র। কোটা সংষ্কারের দাবী নিয়ে করা যৌক্তিক আন্দোলনে তারা নির্বিচারে গুলি চালিয়েছে শিক্ষার্থীদের উপর। পরবর্তীতে যা সরকার পতনের একদফা দাবীর স্বৈরাচারবিরোধী আন্দোলনের রূপ ধারণ করে।

ছাত্রজনতার এ আন্দোলনে সারাদেশে ছয় শতাধিক মানুষ নিহত হয়েছেন। আন্দোলনে নিহত হওয়া সকল শহীদের স্মরণে বৃক্ষরোপণ করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ঠাকুরগাঁও পৌর এলাকার সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও সদর উপজেলা শাখা।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত রাফি, ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সহসভাপতি লাবু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদিক হোসেন, কার্যকরী সদস্য মাসুদ, সম্রাট, মুজাহিদ, আনাস, সিয়াম, আলী, রাফি ও আতিকুর।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে ইয়াছির আরাফাত রাফি বলেন, মানুষ ও প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃক্ষের ব্যাপক আবশ্যকতা রয়েছে। বৃক্ষ ব্যতীত পৃথিবীতে আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন, বৃক্ষের মাধ্যমেই শহীদের অস্থিত্ব আমাদের মাঝে বিরাজমান থাকবে।

তিনি আরও বলেন, আমরা সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা এবং যারা আহত হয়েছেন তাদের সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *