শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামা কিনে দিল বসুন্ধরা শুভসংঘ
আজকেই ছিল ক্যাম্পাসের শেষ ক্লাস। ঈদের ছুটিতে বাড়ি ফেরার আনন্দে মশগুল সবাই। অনেকেই বাসা থেকে একেবারে তৈরি হয়ে এসেছেন। ক্লাস শেষে রওনা হবেন নিজেদের প্রিয় গন্তব্যে। গ্রুপে গ্রুপে ভাগ হয়ে বন্ধুবান্ধবদের মাঝে বাড়ি ফেরার নানা গল্পই চলছিল। একটু ভিন্ন চিত্র দেখা গেল মাঠের এক কোণে, শহীদ মিনারের পাদদেশে। ওখানে বেশ কিছু শিশুদের জটলা। সবাই সুবিধাবঞ্চিত পরিবারের শিশু। সব মিলিয়ে একশো আট দশজনের মতো হবে। তাদের হাতে নতুন জামা তুলে দিচ্ছেন কয়েকজন সেচ্ছাসেবক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও সেখানে উপস্থিত ছিলেন। ছোট্ট শিশুদের হাতে তিনিও খুব আনন্দ নিয়ে নতুন জামা তুলে দিচ্ছেন। নতুন জামা পেয়ে শিশুদের মুখে সে কী হাসি! মনে হচ্ছিল ওদের হাসি যেন ঈদের চাঁদ।
আজ দুপুর একটায় রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজিতে (আইইউবিএটি) গিয়ে এমনই চিত্র দেখা গেছে। বসুন্ধরা গ্র“পের সহায়তায় উত্তরা এলাকার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামা উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। পুরো কাজটি বাস্তবায়ন করেছে বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার বন্ধুরা। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আইইউবিএটির প্রক্টর সাদেকুল ইসলামের নেতৃত্বে নতুন জামা কিনেছেন বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাহতাব হোসেন নাঈম, অনামিকা সরকারসহ কয়েকজন বন্ধু। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে উত্তরার কয়েকটি সেক্টর ও কামারপাড়া এলাকার বস্তিতে থাকা শিশুদের খুঁজে বের করেছেন তারা। তাদের বয়স ও উচ্চতা অনুযায়ি বিভিন্ন মাপের জামা কিনে নিয়ে এসেছেন। আজকে সব শিশুরা ভীড় করেছিল জামা নিতে। নতুন জামা হাতে পেয়ে অনেক শিশুই খুলে দেখছিল। প্রায় প্রতিটি শিশুর সঙ্গেই এসেছেন তাদের অভিভাবকরা। সন্তানের এমন আনন্দ দেখে তারাও খুব খুশি হন। জেসমিন, জান্নাতি, শামীম, মোবাশ্বিরাদের অভিভাবকরা জানান, আমরা যেই কাজ করি তাতে সংসারই চলে না ঠিকমতো। বাচ্চাদের জামা কিনে দেওয়ার মতো সামর্থ্য আমাদের থাকে না। সামনে ঈদ, এখনো বাচ্চাদের জন্য কিছু কিনতে পারি নাই। কিনতে পারবো কিনা তাও জানি না। বসুন্ধরা গ্র“প থেকে আমাদের বাচ্চাদের জন্য নতুন জামা দিছে। বাচ্চারা খুব খুশি হইছে। আমরাও খুশি হইছি।
আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব জানান, ‘প্রতি ঈদেই বসুন্ধরা গ্র“প এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য উপহার দেয়। এইবার বাচ্চাদের নতুন জামা দিয়েছে। এটা খুবই আনন্দের বিষয় এবং ভালোলাগার মতো কাজ। বসুন্ধরা শুভসংঘের মঙ্গল হোক।’ নতুন জামা বিতরণে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিস্ট্রার মাজেদুর রহমান, সভাপতি জুহি জান্নাত মিমসহ মেহেদী হাসান, শিশির, নাফিজ, মুনিরা, মেহেদী আকন্দ, সামি, মাহফুজ, ইরা, সুমি দেব, দীপ্ত প্রমুখ।