রৌমারীতে শুভসংঘের উদ্যোগে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সিএনজি ও অটো স্ট্যান্ডে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৬ই মে সকাল এগারোটায় রৌমারী উপজেলার প্রধান প্রধান সড়কের মোরে উপজেলা বসুন্ধরা শুভসংঘ বন্ধুরা দাঁড়িয়ে গাড়ি চালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছেন।
উপজেলা শুভসংঘ সভাপতি মাসুদ পারভেজ রুবেল এর সভাপতিত্বে কালের কণ্ঠ রাজিবপুর রৌমারী উপজেলা প্রতিনিধি সোহেল রানা স্বপ্নর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম পলাশ ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রসিদ রাফি।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন প্রচন্ড গরমের মধ্যে অনেক পরিশ্রম করে গাড়ি চালিয়ে আমাদের সেবা দিয়ে থাকে চালকরা। কখনো সামান্য আরামের কথা চিন্তা করে না প্রতিনিয়ত এদিক ওদিক ছুটে বেড়ায় । প্রচন্ড এ গরমের মধ্যে শুভসংঘ এই মহতি উদ্যোগে তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত।
এসময় উপস্থিত ছিলেন শুভসংঘর সদস্য আব্দুল খালেক, আয়নাল হক, আকতার হোসেন, মিশুক, রিদয়সহ অনেকে