রৌমারীতে বিশ্ব পরিবেশ দিবসে শিক্ষার্থীদের মাঝে শুভসংঘের বৃক্ষ বিতরণ

 

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই স্লোগান কুড়িগ্রামের রৌমারীতে বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির নির্দেশে সারা দেশের ন্যায় রৌমারী বসুন্ধরা শুভসংঘ কমিটির পক্ষ থেকে বিশ্ব পরিবেশ বিদস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বুধবার (৫ জুন) বেলা ১১ টার দিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছ বিতরণ করা হয়। কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।

বৃক্ষ রোপন কর্মসূচিতে রৌমারী উপজেলা বসুন্ধরা শুভসংঘর সভাপতি মাসুদ পারভেজ রুবেল এর সভাপতিত্বে কালের কণ্ঠে রাজিবপুর-রৌমারী প্রতিনিধি সোহেল রানা স্বপ্ন সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শুভসংঘের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুল দোহা, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক গিয়াস উদ্দিন, উপজেলা আ‘লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাজু আহমেদ খোকা, সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার লেবু, সাংগঠনিক সম্পাদক লিটন সরকার, অন্যান্য সদস্য জহুরুল ইসলাম, আব্দুল খালেক, আয়নাল হক, আল আমিন, রিদয়, রহিম বাদশাহ, মুকুল আহমেদ ও রৌমারী থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

অতিথিদের বক্তব্যে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, আমাদের উপজেলার বিভিন্ন ফাঁকা যায়গা গুলোতে সংগঠনের পাশাপাশি নিজেদের দায়িত্ব নিয়ে বৃক্ষরোপণ করা উচিৎ। বৃক্ষ রোপনে আমাদেও সবাইকে আন্তরিক হওয়া প্রয়োজন। পরিবেশের ভার্সাম্য রক্ষার জন্য আমাদের বেশি বেশি বৃক্ষ রোপন করতে হবে।

রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু বলেন, আমরা জানি, বৃক্ষ অক্সিজেন দেয়, মাটির ক্ষয় রোধ করে শুভসংঘের এমন উদ্যোগের প্রশংসা করে পরিবেশ ও প্রকৃতি রক্ষায় বৃক্ষ রোপনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুল দোহা বলেন আগামী প্রজন্ম যাতে জলবায়ু পরির্বতনে ভ‚মিকা রাখে সেই লক্ষে নতুন প্রজন্মনের বৃক্ষ রোপণ জরুরি।

মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি বলেন বসুন্ধরা শুভসংঘ সঠিক সময়ে সঠিক উদ্যোগটি নিয়েছে অতিশীত ও অতি তাপমাত্রা থেকে বাঁচতে বৃৃক্ষ রোপণের বিকল্প নেই।

শুভসংঘের সভাপতি মাসুদ পারভেজ রুবেল বলেন, ‘আমরা পরিবেশের বিরুপ প্রভাব বেশ কিছুদিন ধরে উপলদ্ধি করছি। তাই পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। মাটির ক্ষয় রোধ করে, শীত ও তাপ থেকে রক্ষা করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে, বৃক্ষ অক্সিজেন দেয়। সময়ে বৃষ্টিপাতে ভূমিকা পালন করে। তাই আমরা ‘শুভ কাজে সবার পাশে’ থাকার অঙ্গিকারের সবার কল্যানে বৃক্ষ রোপনের কাজে নেমেছি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *