রূপনগরে রিকশাচালকদের মাঝে ক্যাপ ও শরবত বিতরণ

 

তীব্র দাবদাহে বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। তীব্র তাপমাত্রা উপেক্ষা করে জীবনজীবিকার তাগিদে অনেক কষ্ট করে তাদের জীবিকা নির্বাহ করতে হচ্ছে। এসব খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ রূপনগর থানা শাখা।

আজ শুক্রবার (৩ মে) দুপুরে রূপনগরের শিয়ালবাড়ী মোড়ে শ্রমজীবীর মাঝে ক্যাপ, খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন বসুন্ধরা শুভসংঘ রূপনগর শাখার বন্ধুরা। এসময় ২৫ জন রিকশাচালকের মাঝে ক্যাপ ও দুই শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে শরবত বিতরণ করা হয়।

রিকশাচালক মিজান জানান, “এই গরমে শরীর না চললেও পরিবারের খরচ চালাতে গরম উপেক্ষা করে বাধ্য হয়েই রিকশা চালাতে হচ্ছে।আমাদের কথা চিন্তা করে ক্যাপ, পানি ও খাবার স্যালাইন দেবে ভাবতে পারি নাই। আপনাদের এই উদ্যোগে আমিসহ আমার মতো অনেক রিকশা ও ভ্যানচালক ভাইয়েরা অনেক উপকৃত হবে।

এ সময় উপস্থিত ছিলেন রূপনগর থানার সভাপতি শাইমুল আজাদ চয়ন, সদস্য জুবায়ের হাসান, সাদমান তাওছিফ, শাহীন, আশিক, স্বাধীন

বসুন্ধরা শুভসংঘ রূপনগর থানার সভাপতি শাইমুল আজাদ চয়ন জানান, ‘শুভ কাজে সবার পাশেস্লোগানে শুভসংঘের সদস্যরা সবসময়ই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা কারে আসছে বর্তমানে দাবদাহের কারণে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় সচেতনতামূলক নানা কর্মসূচি গ্রহণ করেছে বসুন্ধরা শুভসংঘ রূপনগর থানা শাখা।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *