রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ
হঠাৎ হঠাৎ প্রকৃতির বিরূপ প্রভাবে কখনো তীব্র তাপপ্রবাহ আর কখনো বা অতিরিক্ত বৃষ্টিপাতে জনজীবন হয়ে উঠেছে অতিষ্ট, আর এই সময় বেশি দুর্ভোগ পোহাচ্ছে খেটে খাওয়া দিনমজুর ও রিকসাচালকরা যারা রোদ–বৃষ্টি উপেক্ষা করে পেটের দায়ে রিকসা চালিয়ে দিনাতিপাত করে। এবার এমন মানুষের কিছুটা কষ্ট লাঘবে ছাতা বিতরন করলো বসুন্ধরা শুভসংঘ যাত্রাবাড়ি থানা শাখা।
আজ বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি সংলগ্ন এলাকায় রিকচালকদের হাতে ছাতা তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আব্দুল হান্নান মিলটন, ওমর ফারুক ভুঁইয়া, আক্তারুজ্জামান, নুরুল বাদশা, সোহেল, আল–আমিন, সম্রাট সহ শুভসংঘের বন্ধুরা।
ওমর ফারুক ভুঁইয়া বসুন্ধরা শুভসংঘের এমন মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে এই কার্যক্রমের সাথে সবসময় থাকার আশাবাদ ব্যাক্ত করেন এবং ভুয়সী প্রসংসা করেন।