রাজিবপুরে বসুন্ধরা শুভসংঘ বৃক্ষ রোপণ।
রাজিবপুর উপজেলা বালিয়ামারি নয়া পাড়া এলাকায় রাস্তার দুই ধারে বৃক্ষ রোপণ করেছে বসুন্ধরা শুভসংঘ রাজিবপুর সরকারি কলেজ শাখার বন্ধুরা।
আজ বুধবার ৩০ মে উপজেলার বালিয়ামারি নয়া পাড়া এলাকায়
রাজিবপুর সরকারি কলেজ বসুন্ধরা শুভসংঘর উদ্যোগে রাস্তায় দুই ধারে আম, জলপাই ও মেহগণি গাছের চারা রোপণ করা হয়েছে।
রাজিবপুর সরকারি কলেজ শুভসংঘর সহ সভাপতি খালিদ মাহমুদ এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদের উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মাহমুদ, কার্যকরী সদস্য, সাজ্জাদ, শাহাদাৎ হোসেন লিটন, রিফাত, হৃদয়, হাবিব,
আরিফ মাহমুদ বলেন প্রাকৃতিক পরিবেশ উপর নানা অসংগতি ও প্রভাবের কারণে প্রাকৃতিক বিপর্যেয় কারণে তাপমাত্রা মাত্রাতিরিক্ত বেড়ে যাচ্ছে, আবার শীতের সময় কমে যাচ্ছে। বাংলাদেশের ঋতু বৈচিত্রের ওপর এর নেতিবাচক প্রভাব ফেলেছে তাই পরিবেশ এর ভারসাম্য ফিরিয়ে আনতে সারাদেশে বিভিন্ন জায়গায় বসুন্ধরা শুভসংঘর উদ্যোগে গাছের চারা রোপণ করা হচ্ছে এরই ধারাবাহিকতায়
রাজিবপুর সরকারি কলেজ শুভসংঘ গাছে চারা রোপণ করা হয়েছে।
আমাদের উপজেলার তিন ইউনিয়নে ধারাবাহিক ভাবে বৃক্ষ রোপণ করা হবে।