রাজধানীতে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার স্যালাইন ও পানি বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ
দেশে চলমান তীব্র দাবদাহে জনজীবন প্রায় বিপর্যস্ত। সবচেয়ে বেশী বিপাকে রয়েছে শ্রমজীবী মানুষ৷ রাস্তাঘাটে বিশুদ্ধ পানির সংকটে শ্রমজীবী মানুষেরা পর্যাপ্ত পানি থেকে বঞ্চিত হচ্ছে।
বসুন্ধরা শুভসংঘ প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বিত শাখার আয়োজনে আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বসুন্ধরা আবাসিক এলাকার গেটে অর্ধশতাধিক রিকশাচালকের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে৷
এসময় উপস্থিত ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বিত আহ্বায়ক কমিটি সদস্য শাহ্ মো. হাসিবুর রহমান হাসিব, রানা সরকার, রাকিবুল হাসান সিয়াম, শাফায়াত হোসাইন, সাজ্জাদ হাওলাদার, ইয়ামিন মুগ্ধ, সাব্বিত হোসেন রুপক, মুরশীদ আলম রাব্বি।