রাজধানীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ
“গাছ লাগাই, পরিবেশ বাঁচাই“-এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে রাজধানীতে বসুন্ধরা শুভসংঘ গভঃ কলেজ অব এপ্লাইড হিউম্যান সাইন্স (হোম ইকোনোমিকস) শাখা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। আজ মঙ্গলবার (৯ জুলাই) সকালে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজনে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ প্রসঙ্গে আয়োজকরা বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু। বেঁচে থাকার অন্যতম অবলম্বন অক্সিজেন সরবরাহ করে এই গাছ। তাই প্রত্যেকের উচিৎ গাছ লাগানো এবং সুন্দর পৃথিবীর গড়ার প্রয়াসে অংশ নেওয়া। ভবিষ্যৎ প্রজন্মকে একটি স্বাস্থ্য–সম্মত পৃথিবী উপহার দেওয়া।
তারা আরও বলেন, ‘এই জনবহুল শহরে গাছের সংখ্যা অতি নগন্য। সেই চিন্তাধারা থেকেই আমাদের এই উদ্যোগ। শুধু আমরাই না, সমাজের প্রত্যেক সচেতন মানুষের উচিৎ বৃক্ষরোপণ করা এবং বন্ধুর মতো বৃক্ষের যত্ন নেওয়া। এর মাধ্যমে সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব।‘