রাজধানীতে বসুন্ধরা শুভসংঘের খাবার বিতরণ

 

রাজধানীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১২ জুন) দুপুরে নিউমার্কেট এলাকায় রিকশাচালক, দিনমজুর ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উন্নতমানের খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার উদ্যোগে অর্ধশতাধিক দরিদ্র খেটে খাওয়া মানুষ ও শিশুর মাঝে খাবার বিতরণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা কলেজ শাখার রাজিব খান, মো. সিহাব হোসেন, ইউসুফ আব্দুল্লাহ, তাওহীদ হাসান ওলিরফিকুল ইসলাম, শরীফ হোসেন, এমাদুল হক, গোগন ঘোষ ও হাফিন সরকারসহ আরও অনেকে।

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে খাবার ও পানি পেয়ে রিকশাচালক ও দিনমজুরেরা কৃতজ্ঞতা জানান। এ সময় শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *