রংপুর বসুন্ধরা শুভসংঘ স্কুলে ফল উৎসব পালন

আমাদের দেশীয় ফলের সাথে শিক্ষার্থীদের পরিচয় ও দেশি ফলের উপকারিতা জানাতে দেশীয় নানা ফল নিয়ে রংপুর বসুন্ধরা শুভসংঘ স্কুলে অনুষ্ঠিত হলো ফল উৎসব ।
ফল উৎসবের খবর পেয়ে দুপুর থেকেই শিশুদের স্কুলে কোলাহল শুরু হয়। কেউ ব্যস্ত নিজেদের মধ্যে খুনসুটিতে, কেউ খেলায়। মহা আনন্দে কাটছে তাদের সময়। অবশেষে শুরু হল ফল খাওয়ার পালা। সারিবদ্ধভাবে বেঞ্চে বসে সবাই মেতে ওঠে ফল খাওয়ার উৎসবে। গতকাল ৬ জুলাই (শনিবার) রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়নে চর চল্লিশসালে রংপুর জেলার বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা আয়োজন করে এই ফল উৎসবের। এতে অংশ নেয় চরাঞ্চালে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা।
ফল উৎসবে দেশীয় ফলের গুনাগন নিয়ে আলোচনা করেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সাদাকাত হোসেন।

তিনি বলেন, আমাদের দেশীয় ফলগুলোর সাথে শিক্ষার্থীদের সাথে পরিচয় করে দিতেই এই ফল উৎসবের আয়োজন করা হয়েছে। ফল উৎসবে শিক্ষার্থীরা বিভিন্ন ফলের নাম ও এর পুষ্টিমান সম্পর্কে তাদের ধারনা হবে ।
ফল উৎসবে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিশু শ্রেনীর শিক্ষার্থী আব্দুল খালেক বলেন, মোক খুব ভোক নাগছিলো, আইজ মুই প্যাট ভরে লটকো,কাটোল খানু । হাড়ি ভাঙ্গা আমও মোক খুব ভালো নাগছে । এ বছরোত মুই প্রথম এগুলা খানু ।

এই ফল উৎসবে উপস্থিত ছিলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল-হাদি, রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সাদাকাত হোসেন, সহ-সভাপতি আরমানুল হক, সাধারণ সম্পাদক তানজিম হাসান, সহ-সাংগঠনিক রবি দাশ, অর্থ সম্পাদক সোহাগ কুমার দাশ, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক জাহিদ আলম জেমস, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান, বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা জেসমিন বেগম, শিক্ষক শাহরিয়ার সাগর, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান আদর প্রমুখ ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *