রংপুরে কোটা সংস্কারের আন্দোলনের সময় আহতদের পাশে বসুন্ধরা শুভসংঘ

 

দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। দেশ ও মানুষের কল্যাণে স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে দেশের জন্য। বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা সংগঠন বসুন্ধরা শুভসংঘ। শুভ কাজে সবার পাশে থাকার প্রত্যায় নিয়ে কাজ করছে সংগঠনটি।
বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার উদ্যোগে সোমবার (১৯ আগষ্ট) বিকালে কোটা সংস্কারের আন্দোলনের সময় সংঘর্ষে পুলিশের গুলিতে আহত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাসুদ রানা, নুরে আলম,রাফি,মনোয়ারুল,নয়ন,মাহাবুল,আল আমিন,সাইফুল ইসলাম,মেলন সহ মোট ১১ জনকে আর্থিক সহায়তা দেয়া হয় । প্রত্যেককে নগদ দশ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয় ।

আর্থিক সহায়তা দেয়ার সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ সাদাকাত হোসেন, রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক ডাঃ রিয়াজ শরীফ লিমন (পাঠান), বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান, অর্থ সম্পাদক সোহাগ কুমার দাশ, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক জাহিদ আলম জেমস, নারী বিষয়ক সম্পাদক আসমা আক্তার ঋতু,সাহিত্য ও সাস্কৃতি বিষক সম্পাদক অর্নশ্রী ঘোষ, সাংগঠনিক সম্পাদক সোহেল তানভীর, খায়রুজ্জামান আরিফ,সোমিত্র বর্মন বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান আদর প্রমুখ ।

রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ সাদাকাত হোসেন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় ভালো কাজের সাথে আছে । কোটা সংস্কারের আন্দোলনের আহতদের পাশে থাকতে পেরে আমরা আনন্দিত ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *