‘যদি কাগজে লেখ নাম’ শিল্পী মান্না দে’র মৃত্যুবার্ষিকী তে গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের স্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
উপমহাদেশের সঙ্গীতকিংবদন্তী মান্না দে’র ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় ‘যদি কাগজে লেখ নাম’ শীর্ষক স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দর্শক শ্রোতাদের মন ভরাল বসুন্ধরা শুভসংঘ। কেন্দ্রীয় শুভ সংঘের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুরে সাংস্কৃতিক সংগঠন সুরবাণী সংসদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনায় একদিকে মান্না দে’র জনপ্রিয় গান ও মাঝে মাঝে সংস্কৃতি এবং সঙ্গীতবোদ্ধাদের আলোচনা অনেকদিন পর সাংস্কৃতিক অঙ্গণে ভাললাগার ভিন্ন আবহ সৃষ্টি করে।
বাচিক শিল্পী শিরিণ আকতারের সঞ্চালনায় শুভসংঘের জেলা সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লবের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা মূল আলোচক ছিলেন। আলোচনায় মান্না দে’র গান, বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে আলোচনা করেন নাট্য কর্মী আরিফুল ইসলাম বাবু, জুলফিকার চঞ্চল, সংস্কৃতি সংগঠক মিতা হাসান ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন।
মান্না দে গীত জনপ্রিয় গান ও তাঁর সুরারোপিত গানে মঞ্চ মাতান প্রবীণ শিল্পী শাহ মশিউর রহমান, চুণি ইসলাম ও লায়লা তাজনুর সাউদি। তবলা ও কী বোর্ডে সহযোগিতা করেন মাহমুদ সাগর মহব্বত এবং এস এম স্বাধীন।
অনুষ্ঠানের এক পর্যায়ে আমন্ত্রিত শিল্পীদের সাথে মান্না দে’র জনপ্রিয় গান ‘কফি হাউজের সেই আড্ডাটা’র সাথে যোগ দেন শুভ সংঘের বন্ধু ও অতিথিদের অনেকে। এই গানের সাথেই শেষ হয় প্রাণবন্ত এই অনুষ্ঠান।
শুভ সংঘের জেলা সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লব জানান, মান্না দে’র মৃত্যুবার্ষিকীর এই অনুষ্ঠান নিয়ে বড় ধরণের প্রচারণা না হলেও স্বতস্ফ‚র্ত ভাবে অংশ নেন দর্শক শ্রোতারা। তিনি বলেন, প্রবীণরা এই অনুষ্ঠান নিয়ে উচ্ছসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা চান দেশের বরেণ্য শিল্পীদের নিয়েও এ জাতীয় আয়োজন নিয়মিত করা হোক।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমতোষ সাহা ও আরিফুল ইসলাম বাবু বলেন, উপমহাদেশের তো বটেই বাংলাদেশের বরেণ্য শিল্পীদের নিয়ে শুভ সংঘ এ ধরণের অনুষ্ঠান করলে তা শুদ্ধ সঙ্গীত চর্চায় ইতিবাচক ভ‚মিকা পালন করবে।
অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অধ্যাপক বন্দনা রায় বলেন, মান্না দে’ কে নিয়ে অনুষ্ঠানের কথা শুনে ছুটে এসেছি। দু’ঘন্টা কী ভাবে কেটে গেল বলতে পারব না। আমি অভিভূত।
শিল্পী লায়লা তাজনুর সাউদী বলেন, আজকাল এ ধরণের গান শোনার শ্রোতা অনেক কমেছে। তবে শুভ সংঘের এই আয়োজনে এসে মনে হল এখনও মানুষ এ সব গান শুনতে চান। আমার মন ভরে গেছে।
সমগ্র অনুষ্ঠান সমন্বয় করেন আহসানিয়া স্নিগ্ধা, আহসান আজিম প্রধান নাইম,লিজা সরকার, রুব্য়াা সরকার , র্হদয় সরকার , অয়ন দাশ , ইয়াসীর আরাফাত, রাফিয়া রশিদ, তাসনীম নিশাত সুবাহ, আলাদীন আলিফসহ অন্যরা।