মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা বিতরণ
মুন্সিগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুন) সকালে জেলা শহরের কোর্টগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করে বসুন্ধরা শুভসংঘ মুন্সিগঞ্জ জেলা শাখা।
শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। চারা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হামিদা খাতুন, সাংস্কৃতিক সম্পাদক শাহনাজ হীরা, বসুন্ধরা শুভসংঘ মুন্সীগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মো. সাইফুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক ওয়াশিউ রহমান বৃন্ত, যুগ্ম সম্পাদক আব্দুস সাত্তার রিফাত, সমাজকল্যাণ সম্পাদক সৃজন শাহরিয়ার অর্নব ও কার্যকরী সদস্য সাবিহা আক্তার প্রমুখ।
চারা বিতরণ শেষে শিক্ষার্থীদের বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও রোপণ পরবর্তী পরিচর্যা সম্পর্কে অবহিত করেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। এ সময় তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ও বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস করতে গাছের প্রয়োজনীয়তা অপ্রতিম। গাছ লাগালেই শুধু চলবে না, গাছের পরিচর্যা করতে হবে এবং বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে হবে।