মিরপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নারী স্বাস্থ্য সচেতনতামূলক সভা
রাজধানীর মিরপুরের ভাষানটেকে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নারী স্বাস্থ্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকালে টিনশেড বস্তিতে এ সভার আয়োজন করা হয়। সভায় নারী স্বাস্থ্য সচেতনতার বিষয়ে আলোচনা করেন বসুন্ধরা শুভসংঘের জ্যেষ্ঠ সদস্যরা। সভার মূল উদ্দেশ্য ছিল নারীদের প্রজনন স্বাস্থ্য, স্তন ক্যান্সার, মাসিক স্বাস্থ্যবিধি এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। এতে অংশগ্রহণ করেন প্রায় ৫০ জন নারী।
এ সময় উপস্থিত ছিলেন– বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা সেলিনা আক্তার, তানিয়ে আক্তার, বিথি আক্তার। আরো উপস্থিত ছিলেন– বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার সদস্য রুফাইদা আক্তার, রাফিয়া তাসনিম, ফৌজিয়া ফায়সাল ফ্লোরা, উম্মে রায়হান তাহেরা, মোসা. বনি আক্তার (কথা), স্বপ্না আক্তার সুমাইয়া, নাবিহা নাওয়াল, রিফাহ্ নানজিবা আবিকা, ওয়ালি উল্লাহ খান, সাকিব সাদমান তাহসিন, নাজমুল হাসান মারুফ, সজিবুল ইসলাম মোহসিন।
আয়োজনে শুভসংঘ সদস্যরা বলেন, স্বাস্থ্য সচেতনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে আমাদের সমাজে নারীদের জন্য। নারী স্বাস্থ্যের সুরক্ষা কেবল একজন নারীর ব্যক্তিগত দায়িত্ব নয়, বরং এটি পুরো পরিবারের এবং বৃহত্তর সমাজের সুস্বাস্থ্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। একজন সুস্থ নারীই একটি সুস্থ পরিবার এবং পরিণতিতে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে পারেন। তবে দুঃখজনকভাবে, অনেক সময় আমরা নারীদের স্বাস্থ্যকে অবহেলা করি। বিশেষ করে প্রজনন স্বাস্থ্য, স্তন ক্যান্সার, মাসিক স্বাস্থ্যবিধি, এবং মানসিক স্বাস্থ্য নিয়ে এখনো অনেকের মধ্যে সঠিক ধারণার অভাব রয়েছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলা কিংবা সঠিক চিকিৎসা নেওয়া এখনো অনেক জায়গায় লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। অথচ, সচেতনতার মাধ্যমে এগুলোকে প্রতিরোধ করা সম্ভব।