মা মাইররা যাওয়ার পর আর কেউ আদর করে একটা আস্ত আম খাইতে দেয় নাই

‘মা মাইররা যাওয়ার পর আর কেউ আদর করে একটা আস্ত আম খাইতে দেয় নাই। একসাথে আম কাঁঠাল খাই না অনেক দিন।’ কথাগুলো বলে চুপ করে নিচু হয়ে গেলেন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো. সাইদুল। সাইদুলের মতো ৭২ জন হাজিয়া মাদ্রাসার ছাত্ররা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগের মৌসুমী ফল উৎসবে আনন্দে মেতে ওঠে।
বুধবার বেলা ১২টায় গলাচিপার কাটাখালী বাজার কেরামতিয়া আহসাফিয়া নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় এতিম অসহায় দরিদ্র পরিবারের শিশুদের নিয়ে মৌসুমী ফল উৎবের আয়োজন করা হয়। এসময় বক্তব্য দেন প্রতিষ্ঠনটির প্রধান মাওলানা আবুল হান্নান। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ প্রত্যন্ত অঞ্চলের শিশুদের নিয়ে আজ যে আয়োজন করেছে এতে আমরা খুব খুশি হয়েছি। মন থেকে দোয়া করি আল্লাহপাক যেন তাদের নেক হায়াত দান করেন। আজকে এসব এতিম দরিদ্র পরিবারের শিশুরাও তাদের জন্য দোয়া করছে।

বসুন্ধরা শুভসংঘ গলাচিপা শাখার উদ্যোগে কাটাখালী বাজার কেরামতিয়া আহসাফিয়া নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় এতিম অসহায় দরিদ্র পরিবারের শিশুদের নিয়ে মৌসুমী ফল উৎবের আয়োজন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘের গলাচিপা শাখার উপদেষ্টা মো. মোস্তাফিজুর রহমান শাকিল খান, জেলা সমন্বয়ক সাইমুন রহমান, সাধারণ সম্পাদক রেদওয়ান তালাল, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আলম, সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম মলি, সাংগঠনিক সম্পাদক আবির মাহমুদ বাপ্পি, সদস্য মো. শুভ মিয়া, নাইমুল ইসলাম নাঈম, মো. ছব্বির মুন্সি ও আরিফ হোসেন প্রমুখ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *