ময়মনসিংহ প্লাস্টিক সচেতনতামূলক সভা
বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে ক্লাস ক্যাম্পেইন করা হয়। একই সাথে প্রাস্টিকের ব্যবহার কমিয়ে বিকল্প হিসেবে কাপড়ের বা পাটের তৈরি ব্যাগ ব্যবহারে উৎসাহিত করার লক্ষ্যে কার্যক্রমটি করা হয়েছে।
সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি সৈয়দ নাফিউল হাসান মুবিন, সহ–সভাপতি সাদমান আল সাকিব,সহ সভাপতি মাহমুদুল হাসান আকাশ, সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী লাবণ্য, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক টিটু, সহ সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সিনথিয়া,আইন বিষয়ক সম্পাদক মোছাঃ তায়্যিবা আক্তার,স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সিফাতুন নাহার জাফরিন।