ময়মনসিংহে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে খাবার বিতরণ
বসুন্ধরা শুভসংঘ আনন্দমোহন কলেজ শাখা এর উদ্দ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও বৃদ্ধদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে৷ আজ শুক্রবার (২৪ মে) দুপুরে ময়মনসিংহ শহরের জয়নাল আবেদিন পার্কে ত্রিশজন শিশু ও বৃদ্ধের মাঝে বিশেষ খাবার বিতরণ করা হয়েছে। খাবার পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে৷
খাবার পেয়ে শিশুরা জানায়, ‘শুক্রবার বাড়িতে সবাই ভালোমন্দ খাবার খায় কিন্তু আমাদের সেই সামর্থ নাই। আমরা এই খাবার পেয়ে অনেক খুশি‘।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আনন্দমোহন কলেজ শাখার শিক্ষার্থী উপদেষ্টা সৌমত্ত আয়ান সুমন, নিজামউদ্দিন, সভাপতি নাফিউল হাসান মুবিন, সহ সভাপতি সাদমান আল–সাকিব, সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী লাবণ্য, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান জিহান ও রেজাউল করিম রাহাত।
বসুন্ধরা শুভসংঘ আনন্দমোহন কলেজ শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন বলেন, ‘সপ্তাহের এই বিশেষ দিনে এসব সুবিধাবঞ্চিত শিশুদের ভালো খাবার পায় না। বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিশুদের জন্য একদিন ভালো খাবারের আয়োজন করতে পেরেছি এসে শিশুদের পাশাপাশি আমরাও অনেক আনন্দিত।